গুগলকে একটি উপাধি দেওয়া যেতে পারে আর তা হলো “সর্বজান্তা শমসের”। আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে গুগল কিভাবে কাজ করে এই বিষয়টি। গুগলে একটি বিশাল তথ্যভাণ্ডার রয়েছে। তবে গুগলের এই তথ্যভাণ্ডার একদিনে প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জন গুগলে এই তথ্য সংযুক্ত করছে বা করে থাকে। অর্থাৎ প্রতিনিয়ত এই গুগলের এই তথ্য প্রসারিত হচ্ছে। আপনি কোন কিছু গুগল থেকে দেখে নিতে চাইলে অবশ্যই সেই তথ্য গুগলের কাছে আগে থেকে থাকা লাগবে তাহলে আপনি সেই তথ্য পেয়ে যাবেন।
তাই যেহেতু প্রতিনিয়ত সবসময়ই google এ তথ্যগুলি সংযুক্ত হচ্ছে এর মধ্যে যখন আপনার সকল তথ্যগুলি আপনি দিবেন অবশ্যই সেই তথ্যগুলোর সংযুক্ত থাকবে সেই গুগলের তথ্য ভান্ডারে। অর্থাৎ যখন আপনি আপনার ইমেইল আইডি ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি অথবা টুইটার হ্যান্ডেল instagram ইত্যাদি আইডি যখন খোলেন তখন অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের আপনার ব্যক্তিগত তথ্যগুলি দিতে হয়। আর এই ব্যক্তিগত তথ্যগুলি গুগল সমৃদ্ধ রাখে বা সংরক্ষণ করে থাকে।
এছাড়াও আপনি গুগলে বা অনলাইনে যখন অন্যান্য কাজগুলি করে থাকেন তখনও সেখানে বিভিন্ন সব তথ্য সংযুক্ত করে থাকেন। সেই তথ্যগুলি গুগলের কাছে সংরক্ষিত থাকে সেই তথ্য ভান্ডারে। এভাবেই গুগল একের পর এক তথ্য জড়ো হতে থাকে। এভাবে শুধু আপনার তথ্য নয় সকলের তথ্যই এইভাবে গুগলে যুক্ত থাকে। এখন আপনি যদি কোন কিছু গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে জিজ্ঞাসা করে থাকেন তখন দ্রুত সেই রোবটের মাধ্যমে তথ্য খুঁজে এনে আপনাকে প্রদান করে থাকে গুগল সার্চ ইঞ্জিন। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন একটি রোবট। এবং অনেকগুলি রোবট এখানে সংযুক্ত থাকে।
আপনার মত এরকম পৃথিবীতে অনেকেই একে সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। এ সকল প্রশ্ন গুলি গুগল তথ্যভাণ্ডার থেকে খুঁজে বের করে আনে অতি অল্প সময়ে এই রোবট গুলি। তাই অসংখ্য রোবটগুলি যেহেতু এখানে সংযুক্ত থাকে তাই আপনি চাহিবামাত্র অত্যন্ত কম সময়ের মধ্যে তারা চেষ্টা করে থাকে গুগলের এই কথাবার্তা গুলো সংযুক্ত করে রাখার এবং সেখান থেকে খুঁজে আপনাকে দেওয়ার। তাহলে মোটামুটি ভাবে আপনি দেখে নিতে পারলেন বা বুঝে নিতে পারলেন যে google আসলে কিভাবে কাজ করে সে বিষয়টি।
গুগলের কাজ করার বিষয় জানার পর আপনি বুঝে নিতে পারলেন যে আপনার প্রশ্নের উত্তরগুলি গুগল কিভাবে দিয়ে থাকে। সব ধরনের তথ্য গুগল সংগ্রহ করে তাই আপনি যখন গুগলের কাছে কোন প্রশ্ন করেন তখন যদি সেই প্রশ্নের উত্তর গুগলের কাছে না থাকে গুগল চেষ্টা করে তার কাছাকাছি প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়ার। google প্রত্যেকদিন যে তথ্যগুলি সংযুক্ত করছে সেটি আসলে আমি আপনি বা আপনাদের আমাদের মত পৃথিবীর অসংখ্য মানুষজন।
আমাদের কাজের জন্যই আমরা এই গুগল এর তথ্যগুলি জোগাড় করে থাকি। এবং সেই তথ্যগুলি আমরা কখনো নিজেরাই সেখানে দিই নিজেদের স্বার্থে আবার আমরা সেই তথ্যগুলি গুগলের কাছে চেয়ে থাকি সেটিও আমাদের নিজেদেরই স্বার্থে। তাই কখনো যদি আমি আমার কোন কাজের কারণে বা কোন প্রয়োজনে google কে আমার জন্ম তারিখ দিয়েই বা google এর কাছে থাকে তাহলে অবশ্যই গুগল সেটি সংগ্রহ করে রাখে।
তাই বিভিন্ন কারণেই যদি দেখি যে google তার যেকোনো কাজের কারণে আমরা যে কোন ভাবে বলেছি যে আমাদের বয়স তাহলে তখন google সেটি বলে দিতে পারবে তা না হলে গুগল কখনোই আমার বয়স কত তার তথ্যে না থাকলে দিতে পারবেনা। আর এই বিষয়টি হলো সহজ। তাই সাধারণ মানুষগুলির তথ্য যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের কেই দেখে রাখতে হবে বা বুঝে রাখতে হবে আমরা কতটা তথ্য গুগলকে দিয়েছি কতটা তথ্যই আমরা গুগল থেকে পাবো। এ ধরনের যেকোন তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের পাশে থাকতে পারেন।
Leave a Reply