আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এবং ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। এই দেশের বিভিন্ন রীতিতে বিভিন্ন ফুল ফুটে থাকে। প্রত্যেকটা ঋতুতেই আলাদা আলাদা ফুল ফোটে এবং বিশেষ করে দেখা যায় যে সে সকল ফুলের জন্যই এই সকল রীতিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য পেয়েছে। যেমন বলা যায় যে শরৎকালে শাপলা এবং কাশফুলের জন্য আলাদা একটি বৈচিত্র এনে দেয় আমাদের এই প্রকৃতিতে। তেমনি ভাবে যদি শীতকালের দিকে তাকাই তাহলে শীতকাল সাধারণত রুক্ষ সুক্ষ থাকে। এই রুক্ষতার মধ্যে প্রকৃতি যেন নির্জিব হয়ে পড়ে। কিন্তু এই নীর্জিবতাকে সজীব করে তোলে শীতকালের গাঁদা ফুল। গাঁদা ফুল ফুটে চারিদিকে আলোকিত করে ফেলে ফুলের বাগান বাড়ির আঙিনা বাড়ির ছাদ প্রভৃতি জায়গা।
আর বসন্তকালের কথা তো বলার প্রয়োজন বোধ করি না। কারণ এই সময় প্রকৃতি এমনভাবে রঙ্গিন সাজে সজ্জিত হয় যেন বেশিরভাগ গাছে ফুল ফুটে। শীতের রুক্ষ তাকে ভেঙ্গে প্রকৃতি যেন সজীব হয়ে ওঠে। এবং এই সজীবতাকে প্রকাশ করতে উদ্ভিদের প্রায় বেশিরভাগ অংশতেই এই সময় ফুল ফোটে। কোকিল ডাকে নানা সুরে অর্থাৎ প্রকৃতি যেন এক অপরূপ সাজে সজ্জিত হয় এই বসন্তকালে। এই বসন্তকালের বিষয়টি একেবারে অন্যান্য ঋতুর চাইতে আলাদা হয়ে থাকে।
আর এই আলাদা হওয়ার কারণেই এই বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়। অর্থাৎ বসন্তকাল হল ঋতুদের রাজা। তাই বাংলাদেশের যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফোটে এই কারণে আজকে আমরা এখানে থেকে আপনাদেরকে দেখাবো যে কোন ঋতুতে কোন ফুল গুলো ফুটে থাকে। তবে আপনারা দেখেছেন যে কিছু কিছু ফুল আসলে সব ঋতুতেই ফোটে। অর্থাৎ এইসব ঋতুতে ফোঁটা ফুল গুলোকে আমরা বারোমাসি ফুল হিসেবেও বলতে পারি।
এই বারোমাসি ফুলগুলোর মধ্যে প্রথমে যে ফুলের কথা বলা হয় সেটি হল গোলাপ ফুল। এরপর রয়েছে জবা কাট করবি জাতীয় কিছু ফুল দেখা যায় যে বছরের সব সময় আমরা পেয়ে থাকি। তারপরেও আসলে ঋতুবিত্ত কিছু ফুল রয়েছে সেই ঋতু ভিত্তিক ফুলগুলাই এখন আপনাদেরকে দেখাবো। বিভিন্ন সময় বিভিন্ন গাছের ফুল ফুটে এবং সেই ফুলগুলো প্রকৃতিকে আলাদা একটি বৈচিত্র এনে দেয়। বসন্তকালে প্রকৃতি যেমন ভাবে সাজ ে বর্ষাকালে তেমনভাবে সাজেনা।
আবার শরৎকালের ঋতুর সাথে আমরা বসন্তকালের ঋতুর কোন মিল খুঁজে পাই না। এ সকল আলাদা হওয়ার একটি কারণ আর তা হল আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা ফুল গুলোই ফুটে থাকে। তাই আপনারা এখন আমাদের এখান থেকে যে ফুলগুলো কোন ঋতুতে ফুটে বা ফুটবে শেষ হবে তালিকা দেখার জন্য এসেছেন। আপনারা অবশ্যই ঠিক কাজটি করেছেন বলেই মনে করব। কারণ হলো আমরা আপনাদেরকে আজকে অবশ্যই দেখাবো যে কোন ফুল কোন ঋতুতে ফুটে থাকে সেই বিষয়টি।
আমরা যখন ফুলের বাগান করব তখন এই বিষয়টি আমাদের জানা অবশ্যই উচিত। আবার যারা ভুল ব্যবসার সঙ্গেও জড়িত তারাও এই বিষয়টি মনে রাখতে হবে এবং জানতে হবে। তাই নিজেদের পেশার স্বার্থেও অথবা যে কোন কাজ করার স্বার্থে এই বিষয়গুলি আমাদের জানতে হয় যে কোন ঋতুতে কোন ফুল ফোটে। তাহলে চলুন আমরা এখন আর দেরি না করে দেখে নিব যে কোন ঋতুতে কোন ফুলগুলো ফুটতে পারে বা ফুটে থাকে।
তাহলে আমরা এখন সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে পারি যে কোন ঋতুতে কোন ফুল গুলো ফুটে। চলুন তাহলে দেখে নিইগ্রীষ্মকালের ফুলঃ কৃষ্ণচূড়া, হিমচাঁপা, জারুল, জিনিয়া, গুলাস, হিজল, কাঠ-গোলাপ, মধুমঞ্জুরী ও বরুণ ইত্যাদি
বর্ষাকালের ফুলঃ কদম, বকুল, শাপলা, লিলি, কামিনী, সুখদর্শন, ঘাসফুল, সন্ধ্যামালতি, গুলনার্গিস, দোপাটি, জুঁই ও মালতি ইত্যাদি
শরৎকালের ফুলঃ শাপলা, পদ্ম, শিউলি, কাশফুল, এই শরৎকালের ফুল। এছাড়াও আরো অনেক নাম না জানা ফুল রয়েছে।
হেমন্তকালের ফুলঃ হেমন্তকালের ফুল হিসেবে শিউলি ফুল কেউ দেখানো যায় আবার গাধা সহ অনেক ফুল এই সময় ফোটে।
শীতকালের ফুলঃ শীতকালের ফুল হিসেবে গাঁদা ফুল জনপ্রিয়।
বসন্তকালের ফুলঃ বসন্তকালে নানা ফুল ফোটে যেমন শিমুল পলাশ টগর গোলাপ ছাড়াও প্রকৃতির অসংখ্য ফুল এই সময় ফুটে থাকে।
Leave a Reply