উগান্ডা মানুষের ছবি দেখার আগে আমরা উগান্ডা মানুষ সম্পর্কে কিছু জানবো। উগান্ডা মানুষের দেখতে কেমন হয়। তাদের বৈশিষ্ট্য এবং তাদের আকার আকৃতি সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের এই আর্টিকেলে। আর্টিকেলটি সাজানো হয়েছে উগান্ডা মানুষের অনেক ছবি দিয়ে। উগান্ডা মানুষেরা কালো রঙের হয়। তাদের গায়ের রং কালো। নাক চ্যাপ্টা। এদের মাথার চুল বেশি লম্বা হয় না। ঘন কালো কোকড়ানো চুল এদের।
আমরা মানব জাতি জন্মগতভাবেই কৌতূহলী। বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের জানার ইচ্ছা করে। বিভিন্ন দেশের কালচার এবং বিভিন্ন দেশের মানুষদের সম্পর্কে আমাদের জানতে। উগান্ডার মানুষরা অন্যদের চেয়ে দেখতে আলাদা। এজন্য তাদের উপর আমাদের আকর্ষণ একটু বেশি বৃদ্ধি হয়। অনেকে এদেরকে নিয়ে উপহাস করে। বিভিন্ন দেশের মানুষের সম্পর্কে আমরা জানতে চাই।
পরিবেশগত ভিন্নতার কারণে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের দেখতে হয়। আজ আমরা আমাদের এই আর্টিকেলে উগান্ডা দের সম্পর্কে বলব এবং উগান্ডাদের অনেক ছবি আপনাদের সামনে তুলে ধরব। মহিলা পুরুষ এবং বাচ্চা শিশু সকল ধরনের ইয়োগান্ডা মানুষদের ছবি পেয়ে যাবেন আপনারা আমাদের এই আর্টিকেলটিতে। তাহলে চলুন উগান্ডাদের সম্পর্কে প্রথমে কিছু জেনে নিন।
উগান্ডায় একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা। বিশ্বে সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে ৭৪৫টি। আমস্টারডাম শহরের লোকদের মতোন উগান্ডার জনগন সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগনই ১৮ বছরের নিচে।
রাজধানী কামপালা’তেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্টের নামে। আর গাদ্দাফির পতনের পর এ মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। এ মসজিদে একসাথে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারে। ২০০৬ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই দেশে আপনি ইচ্ছা করলেই যেখানে-সেখানে ধূমপান করতে পারবেন না। করলে অনেক টাকা জরিমানা। আবার ২১ বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না।
বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। ডওয়ার্ড হ্রদ, আলবার্ট হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে। দেশটিতে এখন মাত্র দেড়শটির মত এই প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় ৬০ লাখ মার্কিন ডলার।
উগান্ডার যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র পঞ্চাশ মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা দেখে যত টা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে । সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়। বুগান্ডা রাজ্যের নামানুসারে উগান্ডার নামকরণ করা হয়েছে, যা রাজধানী কাম্পালা সহ দেশের দক্ষিণের একটি বড় অংশকে জুড়ে রয়েছে।
১৮৯৪ সালের শুরুতে, এলাকাটি যুক্তরাজ্য]]ের দ্বারা শাসিত ছিল, যা সমগ্র অঞ্চল জুড়ে প্রশাসনিক আইন প্রতিষ্ঠা করেছিল। উগান্ডা ৯ অক্টোবর ১৯৬২ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তারপরের সময়কালটি ইদি আমিনের নেতৃত্বে আট বছরের সামরিক একনায়কত্ব সহ সহিংস সংঘাত এর মধ্য দিয়ে গিয়েছে।
দেশটির সরকারী ভাষাগুলি হল ইংরেজি এবং সোয়াহিলি, যদিও সংবিধান বলে যে “স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম হিসাবে বা আইন দ্বারা নির্ধারিত আইনী, প্রশাসনিক বা বিচারিক উদ্দেশ্যে অন্য যেকোন ভাষা ব্যবহার করা যেতে পারে।
উগান্ডার বর্তমান রাষ্ট্রপতি হলেন ইওওয়েরি কাগুতা মুসেভেনি, যিনি দীর্ঘ ছয় বছরের গেরিলা যুদ্ধের পর ১৯৮৬ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন। সাংবিধানিক সংশোধনীগুলি অনুসরণ করে তিনি রাষ্ট্রপতির মেয়াদের সীমা অপসারণ করেছিল, যার ফলে তিনি ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের সাধারণ নির্বাচনে দাঁড়াতে সক্ষম হন এবং উগান্ডার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
উগান্ডাদের সম্পর্কে অনেক তথ্যই আমরা আলোচনা করলাম। উগান্ডা সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে আপনারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন। এবার চলুন দেখে নিন উগান্ডা দের ছবি। উগান্ডা মানুষেরা দেখতে কেমন হয় এগুলো জানতে পারবেন আপনারা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে। আমরা অনেকেই জানিনা ,আমাদের অনেকেরই ধারণার বাইরে যে উক্ত দেশটির মানুষজন দেখতে কেমন। তারা আমাদের মতই স্বাভাবিক মানুষ কিন্তু বহিরাবরণ একটু আলাদা। দেখে নিন তাদের অনেক অনেক ছবি।
Leave a Reply