কবুতর পাখিদের মধ্যে একটি অন্যতম পাখি যেটিকে বেশিরভাগ সময় মানুষের বন্ধু হিসেবে দেখা হয়ে থাকে। কারণ কবুতরের বেশিরভাগ প্রজাতি মানুষ গৃহে পালন করে থাকে। এবং অনেকেই এই কবুতর পালনকে নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছে। কবুতর অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। কবুতরের জাত তো রয়েছে অনেক ধরনের। কবুতরের জাত
অনুযায়ী দাম হয়ে থাকে। যারা তাদের বাসা বাড়িতে কবুতর পালন করে থাকে তাদের নেশায় পরিণত হয় কবিতার পালন করা। যেহেতু মানব শরীরে পাখির মাংস অত্যন্ত স্বাস্থ্যকর এই কারণে কবুতর পালন পৃথিবীতে আরো বৃদ্ধি পাত্রে বেলায় মনে করা হয়। কবুতরের মাংস হিসেবে মানুষেরা খেয়ে থাকেন। তাই মানুষ কবুতর পালন করে প্রচুর অর্থ উপার্জন করছে এবং নিজেদের পেশা হিসেবে গ্রহণ করাই এটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
কিন্তু দুই তিন দশক আগেও দেখা যেত কবুতর শুধুমাত্র বাসা বাড়িতে শখের বসে কেউ কেউ পালন করত। কিন্তু পরবর্তীতে এই কবুতর শুধু শখের বসে পালন করা হয় না এখন নিজের জীবিকা হিসেবে পালন করা হয়ে থাকে। একজোড়া কবুত র জন্মের পর থেকে তিন চার মাসের মধ্যেই তারা ডিম দিতে শুরু করে। প্রত্যেক জেলা কবুতর দুইটি করে ডিম দেয় প্রতি মাসে মাসে একজোড়া করে বাচ্চা ফুটায়।
তাই দেখা যায় যে প্রতি মাসে একজোড়া কবুতর থেকে আরেক জোড়া কবুতর নতুন ভাবে উৎপাদন হয়। কবুতরকে পায়রা নামেও ডাকা হয়ে থাকে। এবং বলা হয় কবুতর হল সুখের পায়রা যেখানে সুখ থাকবে সেখানে তারা রয়েছে এবং এই কারণে একসময় যাকে থাকে কবুতরগুলো এসে মনের মত করে বাসা বাধতো এবং সেখানে বাচ্চা ফুটিয়ে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত তারা সেখানে থাকতো কিন্তু যখন আর ভালো লাগতো না সেখান থেকে উড়ে গিয়ে অন্য বাড়ি বাসা অট্টালিকায় বাসা বাধতো।
তাই আপনারা যারা আজকে আমাদের এখানে কবুতরের ছবি দেখতে এসেছেন আপনারা বিভিন্ন ধরনের কবুতরের ছবি আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন। কারন আমরা আগেই বলেছি যে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। এবং প্রজাতি ভেবে কবুতরগুলোর দাম আলাদা আলাদা হয়ে থাকে এবং এদের সৌন্দর্য আলাদা আলাদা হয়। যদিও কবুতরের সৌন্দর্য অনেক সুন্দর হয়ে থাকে সাদা রংয়ের অথবা কালো খয়রি রঙের কবুতর আমরা সাধারণত দেখে থাকি।
তবে সাধারণের কবুতরগুলোই বেশি ভালো বলে মনে করা হয়। বা সকলে পছন্দ করে থাকে সাধারণের কবুতরগুলো। এখন আপনাদেরকে আমরা কবুতরের জাত সম্পর্কে আগে দেখানো চেষ্টা করব। সাধারণত আমাদের বাংলাদেশে যে সকল কবুতর গুলো পালন করা হয় সেই জাতের কবুতরগুলোর নাম আপনারা এখান থেকে জেনে নিতে পারছেন।
বাংলাদেশে কৃষি তথ্য সার্ভিসের মতে, পৃথিবীতে মোটি ১২০ প্রজাতির কবুতর আছে এবং এর মধ্যে বাংলাদেশে আছে ২০ প্রজাতির। এবং এই বৃষ্টি প্রজাতির কবুতরের মধ্যেও যে কবুতর গুলি অধিক পালন করা হয় সেগুলোর মধ্যে দেখা যায় যে গিরিবাজ গলা শাহী সিরাজী এ ধরনের অনেক রকম জাত রয়েছে যেই জাতগুলি আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি পালন করা হয়ে থাকে। তবে সাধারণত দুই ধরনের কবুতর আমাদের বাংলাদেশে পালন করা হয় একটা হচ্ছে চিত্ত বিনোদনের জন্য আরেকটি হচ্ছে মাংস উৎপাদনের জন্য। আপনি যে ধরনের কবুতরের ইচ্ছা সে ধরনের কবুতর গুলি পালন করতে পারেন।
তবে আপনাকে কবুতর পালন করতে হলে অনেক সময় দিতে হবে এমন নয়। আপনি অবসর সময়ে কবুতর পালন করতে পারেন। কারণ হলো কবুতর পালন করতে বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না বাইরে থেকে আলাদা আপনাকে শ্রমিক নিতে হবে না কারণ কবুতর বাইরে বেশি খায় বাসস্থানে এসে থাকে এজন্য কবুতর পালন করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে না বলেই মনে করা হয়। অল্প জায়গার মধ্যেই অর্থাৎ নিজ বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির ছাদে অথবা সানসেটে আপনি কবুতর পালন করতে পারবেন। এখন আপনারা আমাদের এখান থেকে কবুতরের ছবিগুলো দেখে নিতে পারেন। এবং কবুতরের ছবিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা নিতে পারবেন ডাউনলোড করে।
Leave a Reply