কলকে ফুল মোটামুটি গোলমাল জাতীয় একটি উদ্ভিদের অসাধারণ ফুল হল এই কলকে ফুল। তবে কল কে ফুলের এই সৌন্দর্যের মধ্যে আবার অনেক অসুন্দর্য লুকিয়ে আছে সেগুলি সম্পর্কেও আজকে আপনাদেরকে আমরা আমাদের এই পোস্ট থেকেই বলবো। কারণ আমরা সকলেই জানি ফুল মাত্রই অত্যন্ত সুন্দর হয়ে থাকে। পৃথিবীতে এমন কোন ফুল নেই যে ফুলের কোন সৌন্দর্য নেই। কিন্তু এই পৃথিবীতে কিছু কিছু ফুল রয়েছে যে সকল ফুলের সাথে বা এসকল ফুলের সৌন্দর্যের
বিপরীতে আবার কিছু বিপদও রয়েছে। আজকে আমরা এই কল কে ফুল সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। কালকে ফুল দেখতে কল্কের মত বা হুক্কার মত। এবং কল্কের মতো দেখতে বলেই এই ফুলের নাম কলকে ফুল বলে ই অভিভূত করা হয় বলেই মনে করা হয়। তাই সহজভাবেই বাংলাতে এই ফুলের নামকরণ করা হয়েছে কল্কে ফুল যাতে করে গ্রাম বাংলার সকল মানুষ সহজেই বুঝতে পারে এই ফুলটির বিবরণ সম্পর্কে।
এই ফুলটি অসাধারণ সৌন্দর্য রয়েছে। সাধারণত দেখা যায় যে হলুদ আকারের মোটামুটি কল্কের মতোই চেহারা এই ফুলটির। গাছে যখন একসঙ্গে অনেক কল্কে ফুল ফুটে থাকে তখন সেই গাছের সৌন্দর্যে মুক্ত হবে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। কালকে ফুলকে কেউ কেউ আবার অনেক ক্ষেত্রেই কলকা ফুল বলে ও ডেকে থাকেন। কলকে ফুল আসলে হলদে কবরী বা পিতকরবি নামেন নামেও পরিচিত রয়েছে।
এই কলকে ফুলের বৈজ্ঞানিক নাম হল Thevetia peruviana. এই ফুলটি এপোসিনাসি পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। ওয়েস্ট ইন্ডিজ এ পিক করবীর ফলকে “লাকী নাট” নামে পরিচিত। সাধারণত সমবৈজ্ঞানিক নামের থিভেটিয়া শব্দ থেকে বোঝা যায় যে এই ফলের বা এই ফুলের আদি নিবাসের কথা। অর্থাৎ ১৬ শতাব্দীতে ফরাসি দরবেশ ও উদ্ভিদ সংগ্রাহক আদ্রে থিভেট এই ফুলটিকে আবিষ্কার করেন দক্ষিণ আমেরিকা থেকে। তাই মনে করা হয় আসলে এই ফুলের আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকা।
এই ফুলকে কখনো কখনো ভয়ংকর সৌন্দর্য বলে মনে করা হয়। ভয়ংকর সুন্দর এর এজন্যই বলা হচ্ছে যে, এই ফুলটি যেমনভাবে বিষাক্ত তেমনি এই ফুলের ছাল বাকল ফল সমভাবে বিষাক্ত। যদিও এই ফুলের ফলকে ওয়েস্ট ইন্ডিজে লাকি নট বলা হয়ে থাকে তবুও এই ফলটি অবশ্যই অত্যন্ত বিষাক্ত। তাই এই ফলটি যতই সুন্দর লাগুক না কেন এটির বিষাক্তর কথাও আমাদের মনে রাখতে হবে। কারণ এই ফল খেয়ে বিভিন্নজন অসুস্থ হতে পারে। তাই আপনারা অবশ্যই নিজে জানবেন এবং অন্য কেউ এই কলকে ফুলের বিষাক্ততার কথা জানাবেন।
তাই আপনারা এতক্ষণে যে কল্কি ফুলের রূপ বর্ণনা বা আদি নিবাস বৈজ্ঞানিক নাম ইত্যাদি সম্পর্কে আদ্যপান্ধ বুঝে নিলেন এই ফুলের বিষাক্ততার কথাও আপনারা জেনে নিতে পারলেন। তাই আপনারা যখন এই ফুলের সৌন্দর্য অবলোকন করবেন তখন অবশ্যই আপনি এই ফুলের বাফলের অথবা এর গাছের বিষাক্ততার কথাও মনে রাখবেন। তাহলে হয়তো অনেক ধরনের বিপদ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। ফুল সব সময় সুন্দর হয় এ কথা আমরা সবাই জানি।
এই ফুল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের পোস্টটি অবশ্যই আপনারা ভালোভাবে জানার চেষ্টা করবেন। তাহলে আপনারা অবশ্যই দেখে নিতে পারলেন যে কলকে ফুল সৌন্দর্য সম্পর্কে। ফুলটি প্রচুর পরিমাণে ফুটে থাকে। হলুদ ফুল একসঙ্গে ফুটলে সমস্ত গাছটি মৌ মৌ করে থাকে। তাই আপনারা আপনাদের আশেপাশে যদি এই ধরনের ফুল গাছ
চোখে পড়ে তাহলে অবশ্যই এর সৌন্দর্য কতখানি সে বিষয়ে সম্পর্কে অনুমান করতে পারবেন। অনুমান করতে পারবেন গোলকে ফুলের সৌন্দর্য বিষয়ে। আমাদের গ্রামে গঞ্জে অসংখ্য জায়গায় এই কলকে ফুল আমরা দেখে থাকি। এ ধরনের তথ্যগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের পাশে থাকতে পারেন। তাহলে আপনার সব ধরনের তথ্য আমাদের ওয়েবসাইট থেকে সবার আগেই পেয়ে যেতে পারেন।
Leave a Reply