শুধু হিন্দু ধর্মের লোক নয় পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষজন তাদের ধর্মীয় ভাবে বিভিন্ন মঙ্গল উচ্চারণ করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে তার আরোগ্য ঈশ্বরকে স্মরণ করে। তাই হিন্দু ধর্মালম্বীরা যেহেতু বিভিন্ন দেব-দেবীতে বিশ্বাসী এবং এই দেব-দেবীর আরাধনা করে থাকেন এ কারণে শুভরাত্রিতে বিভিন্ন ঠাকুরের ছবি অবশ্যই বার্তা হিসেবে প্রেরণ করা যেতে পারে। যদিও ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
তারপরেও হিন্দুধর্মালম্বীরা ঈশ্বরকে বা তাদের ভগবানকে আলাদা আলাদা গুণ হিসেবে আলাদা আলাদা দেবদেবীর মধ্যে খুঁজে পেয়ে থাকেন। যদিও সকল দেব-দেবী আসলে একই ঈশ্বর আমরা ভিন্ন নামে ডাকলেও একই ঈশ্বরকেই ডাকা হয়ে থাকে। এই শুভ রাত্রির জন্য আমরা যে সবার পূর্বে মন্ত্র উচ্চারণ করে থাকি সেই মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই ঠাকুরের ছবি ও অপর পাশে থাকা প্রিয় জনকে বার্তা হিসেবে পাঠাতে পারি।
শোবার সময় ঠাকুরের নাম করে বা ঈশ্বরের নাম করে শয্যা গ্রহণ করতে হবে এবং ভোরে বা সূর্যোদয়ের সময় যখন ঘুম থেকে জেগে উঠবো তখনও ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথেই ঈশ্বরের নাম নেই দিন শুরু করতে হবে। তাহলে অবশ্যই ঈশ্বর আপনাকে পথ দেখাবে আপনার জীবনের সকল দুঃখ-কষ্ট ভুলে যাবেন। সকল সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা ঈশ্বরের পায় সমর্থন করে আপনি শুধু আপনার কর্ম করে যাবেন।
তাহলে দেখবেন আপনার এই মায়ার পৃথিবীতে কোন কিছুতেই আর মায়া আসছে না আপনি শুধু ঈশ্বরের সেবা করে যান ঈশ্বরের আরাধনা করে যান তাহলে জীবনটা অবশ্যই সহজ হবে সুন্দর হবে। সেই জীবনে কোন ধরনের জটিলতা থাকবে না থাকবে না কোন মায়ার বাঁধন আপনি বুঝবেন যে যা খুশি হচ্ছে তা ভগবানের ইশারায় হচ্ছে এখানে আপনার করার কিছুই নাই। শুধুমাত্র আপনি আপনার কর্ম করে যাবেন সততার সহিত দৃঢ়তার সহিত। হিন্দুরা বিভিন্ন দেবদেবীকে ঈশ্বর বলে মেনে থাকেন ভেবে থাকেন।
প্রতিটি হিন্দু ধর্মালম্বি মানুষ অবশ্যই জানেন বোঝেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেব দেবী শুধুমাত্র ঈশ্বরের এক একটি গুণ বা সেই গুণকেই আমরা ঈশ্বর ভেবে তাদেরকে শ্রদ্ধা করি পূজা করি সম্মান করি। তাই দেব দেবীর মধ্যেই হিন্দুরা ঈশ্বরকে খুঁজে পান। ঈশ্বরের আলাদা আলাদা গুণ বা বৈশিষ্ট্য যে রূপে তিনি ভক্তদের কে যা দান করেন তিনি সেই ঈশ্বর নামেই পরিচিত হয়ে থাকেন।
তাই যার মনে যে দেব দেবী ঈশ্বর হিসেবে স্থান পেয়েছেন তিনি তার ঈশ্বর। তাই যে সকল স্টোর দেবতাকে স্মরণ করে রাত্রিতে ঘুমানো যায় এবং ঘুম থেকে জাগার পর সেই ঠাকুর কে আবার স্মরণ করা যায় এইরকম বিভিন্ন ঠাকুর অর্থাৎ আপনি যে দেবতাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন আপনি তার বা সেই ঠাকুরের ছবি অন্যজনকে শুভ রাত্রি হিসেবে পাঠালে তিনিও অবশ্যই গ্রহণ করবেন। কারণ প্রত্যেক হিন্দু এ কথা জানেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি সর্বভূতে বিরাজমান।
এজন্য আপনি যে দেবদেবীর ছবি শুভরাত্রি হিসেবে পাঠান না কেন সাদরে গ্রহণ করবে এবং তার মন উৎফুল্লে ভরে যাবে। তাই আপনার প্রিয় ঠাকুরের ছবি অবশ্যই বার্তা হিসেবে শুভরাত্রি লিখে পাঠাতে পারেন অথবা শুভ রাত্রি কথা না লিখেও শুভ ঠাকুরের ছবি হিসেবে আপনি প্রেরণ করতে পারেন। সকল ঠাকুরের ছবির মধ্যে রয়েছে দুর্গা ঠাকুর কালী ঠাকুর গণেশ ঠাকুর ওম নমঃ শিবায় এর ছবি।
রাধা কৃষ্ণের যুগল ছবি শুধু কৃষ্ণের ছবি এছাড়াও বিভিন্ন দেবদেবী আপনি যে দেবতা অথবা দেবীকে বেশি মেনে থাকেন ভালবেসে থাকেন যার কারণে আপনি আশ্রয় নিয়েছেন তাকে অবশ্যই শুভরাত্রি হিসেবে পাঠাতে পারেন। তাহলে আপনারা এখন এখান থেকে সেই সকল ঠাকুরের ছবিগুলো যেগুলি আপনি শুভরাত্রি হিসেবে আপনার প্রিয়জনকে পাঠাতে চান সেই ঠাকুরের ছবিগুলো দেখে নিতে পারেন প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিছে আপনাদের আলাদা কোন চার্জ প্রযোজ্য হবে না।
Leave a Reply