একজিমার ছবি ডাউনলোড

একজিমার ছবি ডাউনলোড

একজিমা ত্বকের একটি রোগ। এ রোগে ত্বক চুলকায়। এটি এক ধরনের চর্ম রোগ। আমরা অনেকেই জানিনা একজিমা কি। অনেকে এই রোগের ছবি দেখতে চাই। আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের এই উক্ত চর্মরোগ টি সম্পর্কে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখে নিতে পারবেন আসলে একজিমার রোগ হলে সেটি কেমন দেখায়। আপনার যদি অতীতে একজিমা হয়ে থাকে তাহলে আপনি ছবি দেখলে বুঝতে পারবেন যে আপনার এই চর্মরোগটি হয়েছিল।

রোগের ধরন দেখে কি বোঝার কোনো উপায় রয়েছে রোগটি কী? কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বলে আপনি মনে করেন? এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি একজিমা নামক চর্মরোগ সম্পর্কে জানতে পারবেন। এই চর্মরোগটি ছবিও দেখতে পারবেন।

এই রোগটি আপনার শরীরে হলে আপনি তখন বুঝতে। এজন্য একজিমার ছবি দেখাটা খুব জরুরী। একজিমা চর্মরোগটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের স্কিনের উপর এটি বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। সকল ধরনের স্কিন টাইপের একজিমার ছবি গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব এতে আপনাদের এই রোগটি নির্বাচন করতে সুবিধা হবে।

একজিমা দীর্ঘদিন থাকে। অথবা মাঝেমধ্যে অ্যাটাক করছে, আবার ছেড়ে দিচ্ছে। এটি প্যাঁচ হিসেবে আসে। এটি মুখে ও হাতে-পায়ে অনেক সময় আসে। অনেক সময় পিঠে বা পেটে আসতে পারে। প্রথমে শুরু হয় চুলকানো থেকে। তবে একজিমার কতগুলো বয়স রয়েছে।

যেমন : চাইল্ডহুড একজিমা। বাচ্চাদের একজিমা। এটি আবার বয়স অনুযায়ী হয়। সাধারণত জন্মের পরে কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত হয়। দুই বছরের পর থেকে ছয় বছর পর্যন্ত আরেক ধরনের। পরে ১২ বছর বয়স পর্যন্ত আরেক ধরনের। একজিমার এই ভেদটা বড়দের একজিমা থেকে ভিন্নরকম। বাচ্চাদের একজিমা সাধারণত মুখে বেশি হয়। কিন্তু বড়দের ক্ষেত্রে মুখে একেবারে হয় না। বরং হাতে-পায়ে বেশি হয়। এ জন্য এর রকমভেদ রয়েছে বয়স অনুযায়ী।

একজিমার উপসর্গ হলো, চুলকানো। তারপর আস্তে আস্তে ওই জায়গা শুষ্ক হয়, খুশকির মতো কিছু বাড়তি চামড়া থাকে। এর ওপর চুলকাতে চুলকাতে একসময় দেখা যায়, কালো রং ধরছে। অথবা লাল রং ধরে যাচ্ছে। চামড়ার পুরুত্ব বাড়তে থাকে। উঁচু হতে থাকে। সহজেই এটি ভালো হতে চাচ্ছে না এমন। কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। এই রোগটি হলে খুব সহজে ভালো হতে চাই না কিন্তু কিছু সময় পরে এটি আপনা আপনি ভাল হয়ে যায়।

একজিমা রোগের জন্য বাজারে বিভিন্ন ধরনের মলম অয়েনমেন্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করা যায়। কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তারপর এপ্লাই করবেন। কারো কারো ক্ষেত্রে এই রোগটি খুব সহজেই রিকভার করে। কিন্তু কারো কারো স্কিন সেনসিটিভ হয়। তাদের ক্ষেত্রে একজিমা রোগটি ভালো হতে একটু সময় নেই। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কোন মারাত্মক ব্যাধি নয়। এটা এক ধরনের চর্ম রোগ।

একজিমা হল এমন একটি অবস্থা যার কারণে ত্বক লাল, শুষ্ক, হয় যায় এবং চুলকানির মতন সমস্যা সৃষ্টি হয়।
একজিমা সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় তবে যে এটি কোনো বয়সে হতে পারে। এটি একটি দীর্ঘস্থায়ী (দীর্ঘমেয়াদী) অবস্থা যা পর্যায়ক্রমে জ্বলতে থাকে।
একজিমা ত্বকের বাধা ফাংশনকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ত্বক আরও সংবেদনশীল হয়ে ওঠে এবং শুষ্কতা এবং সংক্রমণের ঝুঁকিতে পড়ে।

A close-up of bad psoriasis on a person’s arm
Doctor´s hand in medical gloves examining skin eczema on a child´s right arm. Girl wearing a white sleeveless top with flowers and pink pants.
Eczema disease on the skin close up
Eczema on the hands. The woman applying the ointment , creams in the treatment of eczema, psoriasis and other skin diseases. Skin problem concept.

একজিমা রোগটি অনেকেরই হয়ে থাকে। আমরা অনেকেই এর সঙ্গে পরিচিত। আবার অনেকে আছে যারা জানে না একজিমা কি। অনেকের একজিমা নামক চর্মরোগ করে দিন হয়নি তারা একজিমার ছবি দেখতে চাই। আসলে কি দেখতে বিভিন্ন রকমের হলেও অনেকটা এক হয়ে থাকে। চলুন দেখে নিন এবার এই চর্মরোগটির কিছু ছবি। বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের স্কিন টাইপে এই রোগটি হয়ে থাকে ।দেখতেই পাচ্ছেন একজিমা নামক চর্ম রোগটির বিভিন্ন ধরনের ছবি। আশা করছি আপনি এই চর্মরোগটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছেন, এবং এই চর্মরোগটি দেখতে কেমন তার ছবিও দেখেছেন। ধন্যবাদ।

About Arafat Mia 985 Articles
Bangla Date Today is the best website for providing Bangla date information based on Bengali calendar. This website publishes all type of date information in Bengali, English and Arabic Calendar.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*