কানের সাজ বলতে আমরা কানের দুলকেই বুঝি। বিভিন্ন ধরনের কানের সাজের পিকচার গুলো পেয়ে যাবেন আপনারা আমাদের এই আর্টিকেলে। মেয়েরা গয়না পড়তে ভালোবাসে। কিন্তু সবচেয়ে মেয়েরা কানের দুল পড়তে বেশি ভালোবাসে। সব মেয়েরাই কানের দুল কিনতে এবং কানের সাজ পছন্দ করে থাকেন। আমাদের এই আর্টিকেলটি সেই সকল আপুদের জন্য যারা কানের সাজের উপর আসক্ত। যাদের প্রতিনিয়ত নতুন নতুন কানের জুয়েলারি কিনতে ইচ্ছা করে। তাদের জন্যই কানের সাজের পিকচার গুলো দিয়ে আমরা আমাদের আর্টিকেলটি সাজিয়েছি। এখানে আপনি দেখে নিতে পারবেন সকল বয়সের মেয়েদের জন্য কানের সাজের পিকচার গুলো।
মেয়েদের সৌন্দর্য তাদের গয়নায় । বয়সের সাথে তাল মিলিয়ে বয়স অনুযায়ী গয়না পড়ে মহিলাদের অপরূপ সৌন্দর্য ফুটে উঠতে হয়। অনেকেই দেখতে চাই কোন বয়সের মহিলাদের জন্য কোন ধরনের কানের সাজ অর্থাৎ কোন ধরনের কানের দুল ভালো লাগবে। সেই সকল কানের সাজের পিকচার গুলো উল্লেখ করা হয়েছে আপনাদের জন্য। গহনায় নিজেকে সাজিয়ে তোলার আকাঙ্ক্ষাটা নারীদের চিরকালীন। তবে সময়ের সঙ্গে সঙ্গে গহনার ধরনেও যেমন এসেছে পরিবর্তন, ঠিক তেমনি গহনা তৈরির উপাদানও গেছে বদলে।
একসময় গহনা ব্যবহার করা হতো আভিজাত্য প্রকাশের জন্য। তখন সোনাই ছিল এর প্রধান উপকরণ; কিন্তু বর্তমানে এসব ধারণায় এসেছে আমূল পরিবর্তন। এখন শুধু আভিজাত্যের প্রকাশ নয়, প্রতিদিনের ফ্যাশন স্টেটমেন্টের বড় একটি জায়গা দখল করে নিয়েছে গহনা। যেমন কানের দুল। এই একটি মাত্র ফ্যাশন অনুষঙ্গই বদলে দিতে পারে আপনার পুরো গেটআপ। শুধু কি তাই, ভিন্ন লুক ও আবেদনে নিজেকে তুলে ধরতে ব্যবহার করা হচ্ছে এ ফ্যাশন অনুষঙ্গটি। আর তাই বর্তমানে কানের দুলের ক্ষেত্রে সোনা বা রুপার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে ভিন্ন উপাদান, যেমন বিভিন্ন ধরনের হালকা ম্যাটেরিয়াল, পাথর, মুক্তা, পালক, পুঁতি ইত্যাদি।
ফ্যাশন ট্রেন্ড এখন শুধু আর পোশাকে সীমাবদ্ধ নেই। বলা যায় ফ্যাশন অনুষঙ্গেও এর প্রভাব দারুণ, বিশেষ করে কানের দুলের মতো গহনায়। কানের দুল বর্তমানে একটি টেন্ডিং ফ্যাশন। তাই আউট ফিট এর সঙ্গে কানের দুলটা ম্যাচ করা খুবই গুরুত্বপূর্ণ। কানের সাজ মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আজ এই আর্টিকেলটির মাধ্যমে আমরা কোন ড্রেসের সঙ্গে কোন ধরনের কানের সাজ দেওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব।
বিউটিফিকেশন এর এডভাইস মতে আজ আমরা বলবো যে কোন আউটফিট এর সঙ্গে কোন কানের দুলটা পড়তে হয়। শুধু আমরা আলোচনা করব না সরাসরি কানের সাজে পিকচার গুলো আপনাদের সামনে তুলে ধরব। পিকচার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নিউ ফ্যাশন সম্পর্কে। আশা করি পিকচার গুলো আপনাদের উপকারে আসবে। আপনি চাইলে আপনার পছন্দের পিকচারটি ডাউনলোড করে আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারবেন। চলুন কানের সাজে আধুনিক পিকচার গুলো দেখে নেওয়া যাক।
কানের দুল পরার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে, আপনি কোন রেসের সঙ্গে কোন কানের দুল পরিধান করছেন। আপনি যদি হালকা চুরিদার পড়েন তাহলে তার সঙ্গে ভারী কানের দুল পড়া যাবে না। আপনি যদি শাড়ি পরেন তাহলে তার সঙ্গে যে কোন ধরনের কানের সাজ দেওয়া যায়। কিন্তু আপনি কোন ধরনের শাড়ি পড়েছেন সেটা দেখতে হবে। আপনি যদি জামদানি শাড়ি পরেন তার সঙ্গে কানের স্বাদ হিসেবে স্বর্ণের বা গোল্ডেন কালার ঝুমকা কানের দুল পড়তে পারবেন।
কিন্তু আপনি যদি সেরপন শাড়ি পরেন তাহলে তার সঙ্গে পাথর এর কানের দুল পড়তে হবে। সিলভার কালারের কানের দুলটি যে কোন আউটফিটের সঙ্গেই যায়। আর আপনি যদি ওয়েস্টেন পোশাক পরে অভ্যস্ত হন তাহলে তার সঙ্গে ম্যাচিং করে রিং কানের দুল পড়া যেতে পারে। এই সকল আউটফিটের সঙ্গে যেই কানের সাজটা পারফেক্ট হয় সেই সকল ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কানের সাজের ছবিগুলো অনুযায়ী আপনারা নিউ ফ্যাশন সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের এই তথ্যাবলী আপুদের জন্য নিশ্চয়ই উপকারে আসবে।
কানের সাজের সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে আমাদের আপুরা নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন।
Leave a Reply