১. আদরের প্রিয় ছোটভাই আজকে তোমার শুভ জন্মদিন, আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা নাও। আমার তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর উপহার রয়েছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তুমি। তার আগে আজকের এই শুভ জন্মদিনের দিন কথা দাও ভালকরে পড়াশোনা করবে আর সবার কথা শুনে চলবে। হ্যাপি বার্থডে টু ইউ।
২. শুভ জন্মদিন ছোট ভাই। আজকের দিনটি আমার এবং পরিবারের জন্য অনেক আনন্দের ছিল কেননা তুমি জন্ম নিয়েছিলে আজ। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে। সবসময়ই ভালো ছেলে হয়ে থাকবে। গুরুজনদের কথা শুনে চলতে হবে এবং সৎ হতে হবে। জন্মদিন তোমার ভাল কাটুক আর অনেক আনন্দ করো। শুভেচ্ছা ও শুভকামনা রইল বড় ভাইয়ের তরফ থেকে।
৩. শুভজন্মদিন ছোট ভাই। জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা নাও। আজকের এই খুশি ও আনন্দের দিনে তোমার সুসাস্থ ও সুন্দর ভবিষৎ কামনা করছি। দীর্ঘজীবী হও যেন তোমার জীবনে বহুবার এই আনন্দের দিনটি ফিরে আসে। তবে সবসময়ই মনে রাখবে সময় গতিশীল আর এই গত হওয়া সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম ও সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নাও আজকের এই জন্মদিনে।
৪. আজকের এই শুভ জন্মদিনে তোমার সুন্দর ভবিষ্যৎ ও আগামী দিনের সাফল্য লাভের জন্য দোয়া রইল। জন্মদিন অনেক সুন্দর করে কাটাও। ভাল মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও ও কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই একসময়। জীবন ভাল মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি সবার আগে। শুভ জন্মদিন ছোট ভাই।
৫. জন্মদিনের শুভেচ্ছা রইল ছোট ভাই। জন্মদিন মানেই আনন্দের দিন কেননা এই শুভক্ষণেই পৃথিবীতে এসেছিলে তুমি আর সবাইকে আনন্দে ভাসিয়ে দিয়েছিলে। তাই দিনটি আমার কাছে একটা স্বরণীয় দিন হয়ে থাকবে সবসময়। সবাইকে সাথে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নাও। শুভকামনা রইল তোমার জন্য।
৬. হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় ভাই। তুমি আমাদের সকলের আদরের। তাই আমি চাই তুমি জীবনে অনেক বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করো আর নিজেও সফল হও। কারণ তুমি সফল হলেই আমি নিজেকে সফল মনে করব। তাই সবসময়ই ভালো করে পড়াশোনা করতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যৎ পথচলা শুরু করতে হবে। অনেক অনেক শুভকামনায় তোমার বড় ভাই।
৭. তোমার বড় ভাইয়ের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো। অনেক ভালো লাগে তোমার মত একটা ভাই আছে আমার। সবসময়ই ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে, যেন তোমাকে নিয়ে সকলের গর্ব হয়। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। জন্মদিন সুন্দর ভাবে কাটাও ও ভাল থেকো সবসময়।
Leave a Reply