ভাতিজাকে জন্মদিনের শুভেচ্ছা

১. শুভ জন্মদিন আদরের ভাতিজি। তুমি সবসময়ই আমার খুব আদরের ও স্নেহের। তোমার জন্মের সময় কত যে খুশি হয়েছিলাম বলে বোঝানো যাবে না। তুমি যেন পুরো পরিবারে আলো নিয়ে এসেছিলে। আর আজকে সেই শুভক্ষণের মুহূর্ত আমাদের মাঝে চলে এসেছে। জন্ম দিনের অভিনন্দন ও ভালবাসা নাও। তোমার সুন্দর ভবিষ্যতের শুভকামনা করছি। শুভ জন্মদিন।
২. জন্ম দিনের অসংখ্য শুভেচ্ছা ও ভালবাসা রইল তোমার জন্য প্রিয় ভাতিজি। জন্মদিন সুন্দর ভাবে কাটাও সেই সাথে আজ থেকে শপথ নাও জীবনে অনেক পরিশ্রম করতে হবে, নিজের সফলতার প্রতি দৃষ্টি দিতে হবে। আশা করি ভালকরে পড়াশোনা করবে যেন ভালো ফলাফল করতে পারো। নিজেকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে। জন্ম দিন শতবার ফিরে আসুক তোমার জীবনে।
৩. হ্যাপি বার্থডে ভাতিজি। তুমি আমার নিজেরই পুত্রের মত। তোমার কাছে আমাদের একটাই চাওয়া ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সৎ ও নিষ্ঠাবান হয়ে সকলের মুখ উজ্জ্বল করতে হবে। ভবিষ্যত জীবন সুন্দর ও সুখী করতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হবে। তাহলে একদিন তুমি সবার মনের আশা পুরণ করতে পারবে। অনেক অনেক সুখী হও জীবনে।
৪. হ্যাপি বার্থডে টু ইউ আমার ভাজিতি। সত্যি আজ আনন্দের দিন। পরিবারের একজন আদরের সন্তান তুমি আর আজ তোমার জন্ম দিন সত্য অনেক ভাল লাগছে। কিন্তু আজকের এই সুন্দর মুহূর্তে তোমাকে কথা দিতে হবে তুমি সারাজীবন সৎ ও দায়িত্বশীল জীবন যাপন করবে, সকলেই ভালোর জন্য নিরলস পরিশ্রম করবে সেই সাথে বংশের মুখ উজ্জ্বল করতে হবে। শুভকামনা রইল। তোমার ভবিষ্যত সুন্দর ও সৌভাগ্যময় হোক।
৫. আজকে তোমার শুভ জন্মদিন। আমাদের পরিবারের অনেক আনন্দ ও খুশির দিন। জন্ম দিনের শুভকামনা ও অভিনন্দন রইল। তোমার কাছে আমাদের আশা যে তুমি জীবনে অনেক বড় হবে, নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলে সকলের মন জয় করে নিবে। সবসময়ই নিজের যত্ন নিবে, কেননা একটা সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে এবং সফলতার পথে সঠিক সময়ে পৌঁছাতে পারে। সুখী হও পুত্র এই দোয়া করি।
৬. সময় কত দ্রুত এগিয়ে যায় তা আমরা টেরও পাইনা। এইত তুমি সেদিন জন্ম নিলে অথচ কতগুলো বছর পার হয়ে গেছে। তোমার আজকে জন্ম দিন সেই সাথে সকলের আনন্দের দিন। আমি এখনও তোমার জন্মের সুন্দর মুহূর্ত টি মনে করতে পারি। জন্ম দিনের শুভেচ্ছা ও ভালবাসা নাও পুত্র। জীবনে অনেক সুখী হও ও সমৃদ্ধিময় জীবন যাপন করো। সকলেও দোয়া ও ভালবাসা রইল তোমার জন্য।
৭. জন্ম দিন আমাদের সকলের জীবনে অনেক আনন্দ ও উৎসব মুখর মুহূর্ত নিয়ে আসে। তুমি আমাদের প্রিয় সন্তান আজকে তোমার জন্ম দিন। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। এই সুন্দর মুহূর্তটি যেন বার বার অতি আনন্দময় হয়ে তোমার জীবনে অসংখ্য বার আসে। জীবনে অনেক বড় হও, সুখী হও। সফলতার সর্বোচ্চ শিখরে পদার্পণ করো। সকলের গর্বের কারণ হতে পারো সেই ভাবে তোমার আগামী দিনের পথ অতিক্রান্ত করো। দীর্ঘজীবী হও এবং সকলের একান্ত অনুগত হও। সেই সাথে দোয়া করি তুমি যেন বংশের মুখ উজ্জ্বল করত৷ পারো। সকলের আনন্দের কারণ হতে পারো।