১. শ্রদ্ধেয় মামা। আজকে আপনার জন্মদিন। জন্মদিনে আমার পক্ষ থেকে অজস্র সালাম ও শুভেচ্ছা নিন।অনেক ভালো হত যদি আপনাকে সাথে নিয়ে আজকের এই দিনটা অতিবাহিত করতে পারতাম।যাই হোক যতই দুরে থাকিনা কেন আপনার কথা সবসময়ই মনে পড়ে। পরিবারকে সসাথে নিয়ে অনেক সুন্দর করে দিনটি উদযাপন করেন। আল্লাহ তাআলা আপনাকে বহু বছর নেক হায়াত নিয়ে বাঁচার তৌফিক দান করুক।
২. পরম শ্রদ্ধেও ও ভালবাসার মামা। আমার সালাম ও জন্মদিনের শুভেচ্ছা নিন। মানুষ বলে মাযের পরেই মামা কথাটা সত্যি একদম।আপনার থেকে ছোটবেলা হতে যত আদর, ভালবাসা ও শুভকামনা পেযেছি সত্যি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্ম দিনে দোয়া করি সবসময়ই আপনি সুস্থ ও সুন্দর জীবনঅতিবাহিত করেন, পরিবার পরিজন নিয়ে সুখে ও আনন্দে থাকেন।
৩. হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় মামা। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যি অনেক খুশি লাগছে যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুন্দর দিনটির সামীল করেছেন। শুধু আজ নয় ভবিষ্যতেও বহুবার যেন এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে পারি। পরম করুনাময় আল্লাহ আপনাকে সবসময় সুস্থ ও সুন্দর রাখুক। সবসময়ই যেন আপনাকে সকল বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন সেই দোয়া করি।
৪. মামা জন্ম দিনের অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। শুভ জন্মদিন মামা।আজকে আপনার থেকে অনেক দুরে আছি কিন্তু আপনার থেকে জীবনে যত ভালবাসা পেয়েছি তা ভুলে যাবার নয়। ছোট থেকে আপনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজকে অনেক মনে পড়ছে। যখন আপনি কাঁধে তুলে নিয়ে আমাকে ঘুরে বেড়াতেন। আজকে আপনার জন্মদিন। চিরকাল এভাবেই যেন আপনার আদর ও স্নেহ পেতে পারি। সর্বদা নিজের যত্ন নিবেন মামা।
৫. শুভ জন্মদিন মামা। জন্ম দিন অনেক আনন্দ ও খুশি নিয়ে আসুক আপনার গৃহে। পরিবার পরিজন নিয়ে সুস্থ ও সুখে দিন অতিবাহিত করেন। আপনি শুধু আমার মামা নয় আপনি আমার অভিভাবক ও পরামর্শ দাতা। জীবনে আপনার সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা এখন আমাকে জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে অনেক সহায়তা করেছে। আশা করি ভবিষ্যতেও আপনার সুন্দর পথনির্দেশনা ও উপদেশ দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেবেন।
৬. প্রিয় মামা আজকে আপনার জন্মদিন। যদিও বহুদিন ধরে দেখা হয়নি তবুও সবসময়ই আপনার কথা মনে পড়ে। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা নিন। সবসময়ই আপনার স্নেহ ও ভালবাসার কথা মনে পড়ে। আপনার সাথে কাটানো সুন্দর সৃতিগুলো মনে করতে অনেক ভাল লাগে। অনেক দোয়া করি শতবছর যেন বেঁচে থাকেন। আর আমরা আজকের মত সুন্দর দিনটির সাক্ষী হতে পারি বারং বার। শুভকামনা রইল।
৭. শ্রদ্ধেও ও ভালবাসার মামা। শুভজন্মদিন। জন্ম দিন আপনার যেন অনেক সুন্দর কাটে। মামি আর ভাইবোনদের নিয়ে অনেক সুন্দর সময় কাটান। আমার জন্য অনেক দোয়া করবেন যেন আপনি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আপনার আপনাদেরকে গর্বিত করতে পারি। বরারের মতই আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন আশা করি। সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করতে দোয়া করি সবসময়।
ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা
১. পরম স্নেহের ভাগ্নি, জানি অনেক ভালো আছো আর চাই সবসময়ই চাই তুমি অনেক ভালে থাকো। আজকে আমার সোনা মনির জন্মদিন, অনেক আনন্দের দিন। জন্মদিনের শুভেচ্ছা নাও মামার পক্ষ থেকে। সবসময়ই ভালো করে পড়াশোনা করতে হবে ও সুন্দর ফলাফল করে এগিয়ে যেতে হবে। এখনই উত্তম সময় ভবিষ্যৎ পরিকল্পনা করার। তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ভালো থেকো মামনি।
২. প্রিয় আদরের ভাগ্নি। অনেক অনেক শুভকামনাও ভালবাসা নাও। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমাকে অনেকদিন দেখিনা বাসায় বেড়াতে এসো। সবাই মিলে অনেক আনন্দ ও মজা হবে। তোমার কথাআজে অনেক মনে পড়ছে। তুমি ভাল করে পড়াশোনা করবে সবসময়ই। বাবা মা ও আমাদের মুখ উজ্জ্বল করতে হবে এবং নিজের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তাহলেই আমরা অনেক খুশি হব। তোমার সুন্দর ভবিষ্যত ও সফল জীবন কামনা করি সবসময়।
৩. প্রিয় ভাগ্নি, হ্যাপি বার্থডে টু ইউ। জন্ম দিনের শুভেচ্ছা নাও। আজকের দিনটিতে জন্ম নিয়েছিলে তুমি। এখনও মনে পড়ে সেই সুন্দর দিনটি যখন তুমি আমাদের কাছে এসেছিলে। তোমার জন্য সবসময় দোয়া করি। তুমি আমার অনেক আদরের, নিজের সন্তানের মত। তাই তোমাকে জীবনে অনেক সুখী ও সমৃদ্ধির পথে দেখতে চাই। অনেক দোয়া করি তুমি জীবনে সফল ও সুখী হও।
৪. পরম স্নেহের ভাগ্নি। মামার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। বড়ই ভালো লাগে আজ। যদি দিনটি একসাথে কাটাতে পারতাম ভালো লাগত। তুমি সময় পেলেই চলে আসবে আমার কাছে। জন্মদিন সুন্দর ভাব৷ আনন্দের সাথে উৎযাপন করো। তোমার জন্য অসংখ্য শুভকামনা ও ভালবাসা রইল। বালভাবে পড়াশোনা করবে ও নিজের প্রতি সবসময় যত্নশীল থাকবে।
৫.আমার আদরের ভাগ্নি। আজ আমার আনন্দের দিন কারণ আজ তোমার জন্মদিন। আজও মনে পড়ে তুমি অনেক ছোট, আমার কাছে থাকতে খুব পছন্দ করতে। তোমাকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আমি সবসময় তোমার কল্যাণ ও সফলতা চাই। আজ জন্মদিনে শপথ করো জীবনে নিজেকে একজন সৎ ও ভাল মানুস হিসেবে প্রতিষ্ঠিত করবে যেন আমাদের মুখ উজ্জ্বল করতে পারো। অনেক অনেক শুভকামনা রইল।
অনেক সুন্দর আপনাদের মেসেজ গুলো। আশা করি সামনের দিন গুলোতে আরো ভালো কিছু উপহার দিবেন?