১. শ্রদ্ধেও ও প্রিয় বড় ভাই আজকে আপনার জন্মদিন। আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালবাসা গ্রহণ করুন। আজকের এই বিশেষ দিনে আপনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করি আপনি যেন সমসময় সুস্থ ও সুন্দর থাকেন। দীর্ঘজীবী হন ও সকলের ভালবাসায় থাকুন।
২. শুভজন্মদিন শ্রদ্ধেয় বড় ভাই। জন্মদিন অনেক আনন্দ ও খুশি নিয়ে আসুক আপনার জীবনে। আজকে আপনার জন্ম না হলে আপনার মত একজন গুরুজন পেতাম না সেই জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জনাই সেই সাথে যেন আপনি সবসময় সুস্থ ও সুখী থাকতে পারেন সেই দোয়া করি। দীর্ঘজীবী হন এবং আমার মাথার ওপর ছায়া হয়ে থাকুন সবসময়।
৩. জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা গ্রহণ করুন বড় ভাইয়া। আমার জীবনে আপনার মত একজন বড় ভাই পেয়ে আমি খুব খুশি। সবসময় চাই আপনি এভাবেই আমার পাশে থেকে আমাকে আপনার সুন্দর উপদেশ দিবেন যেগুলো আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে এবং সফল হতে পারব। আপনি সবসময় এভাবেই বটবৃক্ষের ছায়া হয়ে আমার মাথার ওপরে থাকুন সেই প্রত্যাশা করি।
৪. হ্যাপি বার্থডে প্রিয় বড় ভাই। আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। জন্মদিন অনেক অনেক সুন্দর ভাবে কাটান এবং এই আনন্দঘন দিন যেন বারে বারে আমাদের মাঝে ফিরে আসে সেই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। আমার একজন প্রিয় মানুষ আপনি, আপনার প্রতিটি কথা আমাকে চলার পথে শক্তি ও সাহস যোগায়। আপনার মত বড় ভাই পেয়ে সত্যি আমি গর্বিত।
৫. শ্রদ্ধেয় ও ভালবাসার বড় ভাই। জন্মদির শুভেচ্ছা নিন। শতবার এই শুভক্ষণ যেন উপস্থিত হয় আমাদের মাঝে সেই কামনা করি। আপনার জীবন সুখী ও সুন্দর হোক আর এভাবেই আমাদের পাশে থাকুন সবসময়। আপনি হলেন আপনার একজন উত্তম পরামর্শদাতা ও গুরুজন। তাই জন্মদিনে আপনার সুন্দর ভবিষ্যৎ ও সুসাস্থ কামনা করছি। জন্মদিনের অনেক অনেক শুভকামনা।
৬. হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় ভাই। আজকের এই শুভজন্মদিনে আমরা সবাই খনেক খুশি। আপনার তরফ থেকে সবসময় যে ভালবাসা ও শুভকামনা পেয়েছি সত্যি তা ভোলার মত নয়। আপনি শুধু ভাই নয় একজন উত্তম অভিভাবক ও চলার পথের পাথেয়। আপনার সুস্থতা ও নেক হায়াতের জন্য প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যিনি আপনার মত একজন ভাই দিয়েছেন আমাকে।
Leave a Reply