১. শুভ জন্মদিন প্রিয় বান্ধবি। জন্ম দিনের শুভেচ্ছাও শুভকামনা রইল তোমার জন্য। আজ একটি আনন্দের দিন। বরাবরের মতই তোমার জীবন আনন্দ, খুশি ও সফলকার পরিপূর্ণ হয়ে যাক। তোমার মত বন্ধু পেয়ে সত্যি খুব ভালো লাগে। জীবনে চলার পথে এমন করেই যেন চিরকাল আমাদের এই বন্ধুত্ব অটুট থাকে। জন্ম দিন সুন্দর ভাবে পালন করো সেই প্রত্যাশা রইল।
২. প্রিয় বান্ধবি জন্ম দিনে৷ অনেক অনেক শুভেচ্ছা নিও। তোমার জন্ম দিন মানে তো আমার কাছের মানুষেরই জন্ম দিন। তাই অনেক ভালো লাগছে। তোমার জী্নে এই সুন্দর দিনটি শতবার ফিরে আসুক নানা রকম আনন্দ ও উদ্দীপনা নিয়ে। পরিবার পরিজন ও প্রিয় মানুষদের দিন সুন্দর সময় কাটাও। অনেক আনন্দ ও উৎসব করো। তোমার সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। অনেক সুখী হও জীবনে।
৩. প্রিয় বান্ধবি, জন্ম দিনে হাজার ফুলের শুভেচ্ছা ও আমার প্রাণঢালা ভলবাসা নাও। তুমি শুধু আমার বান্ধবি না আমার আরেকটি বোন। আমার পরিবারেরই একজন সদস্যের মত। জন্ম দিন খুব সুন্দর ও আনন্দময় হোক। তোমার মত বন্ধু পেলে সত্যি জীবন সুন্দর হয়ে যায়। আমার দেখা ভাল মানুষদের মধ্যে তুমি একজন। দোয়া করি সবসময় তুমি এমন হয়েই থেকো আমার পাশে। হ্যাপি বার্থডে টু ইউ আমার প্রিয় বান্ধবি।
৪. হ্যাপি বার্থডে টু ইউ বান্ধবি। আজ নাকি তোমার পৃথিবীতে আগমনের দিন। সত্যি এই সুন্দর মুহূর্তটি অনেক ভাললাগা ও আনন্দের। আজ তোমার জন্ম না হলে তোমার মত এত ভালো একটা সাথী পেতাম না।আমার সমস্ত সুখ ও দুঃখের সাথী তুমি। আমার বোনেরই মত। আমি চাই সারাজীবন তুমি এমন করেই আমার পাশে থেকে আমার ভাল মন্দের সঙ্গী হয়ে থাকবে। জন্ম দিনের অনেক অনেক শুভকামনা রইল।
৫. প্রাণ প্রিয় বান্ধবি জন্ম দিনের শুভেচ্ছা নাও। দিনের বেশির ভাগ সময় তোর সাথে কাটাই। তোর ভাল মন্দ সবকিছুর সাথে আমি জরিয়ে থাকি। এমনি করেই চাই সবসময় থাকতে। তুই আমার অনেক কাছের মানুষ। সবসময় আমার পাশেই থাকিস। আজ এই শুভ জন্মদিনে তোর জন্য প্রার্থনা করি জীবনে একজন ভালো জীবন সঙ্গী পাও আর সবসময় সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করো। অনেক অনেক শুভকামনা রইল।
Leave a Reply