আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ ,আছেন সুখী আছেন। আজ আপনাদের প্রয়োজনীয় ক খ বর্ণমালার ছবিগুলো নিয়ে হাজির হয়েছে আমাদের এই আর্টিকেলে। অ আর ,ক খ সকল ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন এখানে। যেগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করা অথবা বাচ্চাদের অক্ষর চেনানোর কাজে এগুলো পিকচার ব্যবহার করা যেতে পারে। তাহলে কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখা যাক বাংলা ব্যঞ্জনবর্ণ এবং স্বর বর্ণের পিকচার গুলি।
ক খ বর্ণমালার রঙিন ছবিগুলো সন্ধান করে থাকে অনেকেই। যেগুলো বাচ্চাদের আকর্ষিত করে। বিশেষ করে বাচ্চাদের পড়ানোর জন্য ক খ বর্ণমালার ছবিগুলো আমরা সন্ধান করে থাকি। ক খ বর্ণমালার বিভিন্ন কালার এবং বিভিন্ন মডেলের ছবিগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের এই আর্টিকেলে। ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ সব অক্ষর গুলোর ছবি পেতে চাইলে আমাদের পেজটি ফলো করবেন। বাংলা আমাদের মাতৃভাষা।
এজন্য শিশুর হাতে খড়ি দেওয়া হয় বাংলা অক্ষর দিয়ে। প্রথমে বাংলা লিপিগুলো চেনানো হয় শিশুদের। বাংলা অক্ষরের উৎপত্তি এবং বাংলা ভাষার প্রতিত্য সকল কিছু সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের এই আর্টিকেলটিতে।
বাংলা লিপি হলো একটি লিখন পদ্ধতি যেটি বাংলা, মণিপুরি, ককবরক, অসমীয়া ভাষায় ব্যবহার করা হয়। পূর্ব নাগরী লিপি থেকে এই লিপির উদ্ভব। বাংলা লিপির গঠন তুলনামূলকভাবে কম আয়তাকার ও বেশি সর্পিল। বাংলা লিপিটি সিদ্ধং লিপি থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়।
অনুরূপ হিসেবে অসমিয়াকে মনে করা হলেও অসমীয়া লিপির উৎপত্তি বাংলা লিপি উৎপত্তির অন্তত আড়াইশ বছর পর। যে ভিন্নতা (বাংলা র; অসমীয়া ৰ ও ৱ এবং স্বতন্ত্র বর্ণ হিসেবে ক্ষ) আধুনিক বাংলা ও অসমীয়া ভাষায় দেখা যায়, সেটি ১৮ শতকের আগে ছিল না। পরবর্তীতে নিচে ফোঁটা দেওয়া র বাংলায় ব্যবহৃত হয়। পূর্ব নাগরী লিপি বা বাংলা লিপি বিশ্বের ৫ম সর্বাধিক ব্যবহৃত লিখন পদ্ধতি। বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে আরও অনেক দেশে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি রয়েছে।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা। ২. ব্যঞ্জনধ্বনি: যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ বা অক্ষর রয়েছে। যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ১১ টি ও ব্যঞ্জনবর্ণ রয়েছে ৩৯ টি।
বাংলা বর্ণমালায় মোট ১১ টি স্বরবর্ণ রয়েছে। যথা- অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ।
ব্যঞ্জনবর্ণ ৩৯ টি যথা:-ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ঃ ং ঁ
বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বর্ণমালা এর পিকচার গুলো পেয়ে যাবেন আপনারা আমাদের এই আর্টিকেলে। এখান থেকে পিকচার গুলো ডাউনলোড করে আপনি আপনার বাচ্চাকে ফোনের মাধ্যমেই বাংলা ভাষার সম্পর্কে প্রাথমিক শিক্ষা দিতে পারবেন।
এছাড়া অনেক কাজে বাংলা বর্ণমালার ছবি দরকার পড়ে তখন আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে পছন্দের বর্ণমালার পিকচার গুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। যেকোনো দরকার এই হোক না কেন বর্ণমালার পিকচার পেতে চাইলে আমাদের ওয়েবসাইট একদম বেস্ট হবে। ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার প্রয়োজনে পিকচার গুলো পেয়ে যাবেন আশা করা যায়।
একটা বয়সের পর ক খ বর্ণমালা গুলো আমরা ভুলতে থাকি। একবারে সিরিয়াল ভাবে সকল বর্ণমালা আমাদের মনে থাকে না। এজন্য কখনো যদি বর্ণমালা লেখার বা বলার প্রয়োজন পড়ে। তখন আপনারা সার্চ করে বর্ণমালার পিকচারগুলো থেকে উপকৃত হতে পারবেন। ৩৯ টা ব্যঞ্জনবর্ণ সিরিয়াল বাই সিরিয়াল মনে থাকা টা সম্ভব নয়। আরো কারো মনে থাকে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই হহায়ার স্টাডি তে এসে সেটা ভুলে যায়। এজন্য আপনাদের প্রয়োজনীয় বর্ণমালার পিকচার গুলো আমরা আপনাদে
Leave a Reply