একাদশীর তালিকা 2023
একাদশী একটি তিথির নাম। এই দিনে সকল হিন্দুধর্মানুসারী উপবাস পালন করে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করে এসেছিলেন। আমাদের দেশে তথা পুরো পৃথিবীতে এই ব্রত সকল মানুষেরাই প্রায় পালন করে থাকেন। বর্তমান যুগ যেহেতু কলিযুগ, এই যুগে নাম সংকীর্তন হলো একমাত্র মুক্তির পথ। যতটুকু সম্ভব নিজেকে সংযত রাখতে হবে। সব সময় হরিনাম সংকীর্তন করতে হবে। সব দিন না হলেও একাদশী দিন অন্তত ঠাকুরকে আমরা মনেপ্রাণে ডাকতে পারবো এবং হরিনাম সংকীর্তনে মেতে থাকতে পারবো।
একাদশীতে বিভিন্ন সময়ে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। তাই সেই সময় বিভিন্ন নামে একাদশী পালন করা হয়। তবে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভ বলে গণ্য করা হয়। একাদশীর কথা পদ্মপুরাণে উল্লেখ করা আছে। এই তিথিতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। খাবারের ওপরও বিশেষ কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। পুরানে বলা হয়েছে যে, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা-মাতা ভাই ও গুরুদের হত্যাকারী হয় এবং সে যদি বৈকুন্ঠেলোকেও উন্নত হয় তবুও তার অধঃপতন হয়।
এই তিথিতে সাধারণত ফলমূল বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া হয়। তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করা বাঞ্ছনীয়। এই দিনে ফল আহার করতে হয়। এই পৃথিবীতে যারা সাত্বিক আহারী নন এবং যারা নেশা জাতীয় কিছু গ্রহণ করেন তাদের এই দিনে এসব কিছু থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এছাড়াও রবি শস্য জাতীয় জিনিস থেকে এই দিনে দূরে থাকাটাই বাঞ্ছনীয়।
প্রত্যেক মাসে দুটি করে একাদশী পড়ে। ২০২২ সালের প্রথম একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী পালিত হয়েছে ১৩ই জানুয়ারি ২০২২ এবং বছরের শেষ একাদশী পালিত হবে ১৯শে ডিসেম্বর ২০২২। আমাদের এই পেজে আপনারা একাদশীর সম্পূর্ণ তালিকা সময়সূচী এবং পারনের সময় সহ তালিকা পেয়ে যাবেন। বিনামূল্যে ডাউনলোড দিয়ে আমাদের পেজ থেকেই এই তালিকাটা সংগ্রহ করতে পারেন।
আমাদের প্রত্যেকের কাছে যদি এই তালিকাটা থাকে তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। একাদশী আসার আগে যে পুরো প্রস্তুতি থাকে সেটা আমরা ভালোভাবে নিতে পারি। ফলমূল কেনা সহ সবকিছুর জোগাড় ভালোভাবে করা যায়। আগে যখন ইন্টারনেটের ব্যবহার খুব একটা ছিল না, তখন পঞ্জিকা দেখে একাদশীর দিন তারিখ জেনে নেয়া হতো। কিন্তু এখন সময়ের পরিবর্তনে আমরা হাতের কাছেই সব পেয়ে যাই। তাই যে সকল ভক্তরা একাদশী করেন তাদের কাছে একাদশীর তালিকা থাকাটা একান্তই জরুরী।
একাদশী করলে শরীর স্বাস্থ্য দুইটাই অনেক ভালো থাকে। এই দুইদিন ফল এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য শরীর ভালো থাকে। এই দিনে খাবার থেকে মানুষের মনকে দূরে রাখতে হয় অর্থাৎ মানুষকে সংযমের মধ্যে যেতে হয়। বিশেষ করে যারা স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন তারা একাদশী যদি পালন করে তাহলে তাদের স্বার্থের উন্নতি বই অবনতি হবে না। কারণ এই সময়টাতে মন এবং দেহকে সকল প্রকার চাহিদা, আকাঙ্ক্ষা থেকে দূরে রাখতে হয়। নিজেকে ভগবানের পায়ে আত্মসমর্পণ করতে হয়। বৈষয়িক চিন্তাভাবনা কোন কিছুই এই দিনে মাথায় আনা যাবে না সবসময় শুধু ভগবানের নাম কীর্তন করতে হবে।
একাদশী হলো একটি পূর্ণ তিথি এই তিথিতে ভগবান কে বেশি করে ডাকতে হয় এবং ভগবানের পায়ে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, তাহলে ভগবান ভক্তের সব আশা পূর্ণ করেন। সবাই তার নিজ সাধ্যমত এই ব্রত পালন করে থাকেন। যারা এই ব্রত পালন করেন তারা খুব সহজে ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন, এবং তাদের মনস্কামনাও তাড়াতাড়ি পূর্ণ হয়। পরিশেষে এটাই বলতে পারি যে, একাদশী সম্পর্কিতো সকল ধরনের তথ্য জানতে এক্ষুনি আমাদের পেজটা ডাউনলোড করে বিনামূল্যে সব তথ্য সংগ্রহ করুন।