ষড়ঋতুর এই দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ছয়টি ঋতুতে আলাদা আলাদা প্রকৃতি রূপ ধারণ করে। তবে শুধু নামে মাত্র ছয়টি রূপ ধারণ করে এমন নয় আমরা প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে প্রকৃতির দৃশ্য দেখি বলে দেওয়া যায় যে এখন কোন ঋতু চলছে। তেমনিভাবে বর্ষাকালে আমাদের এই দেশে সারাদিন ঝরঝরে বৃষ্টি ঝরে চারিদিকে শুধু কালো মেঘ ঘন বরষায় ছেয়ে যায় সারা দেশ।
আকাশে সব সময় কালো মেঘের ঘনঘটা দেখা যায়। কখনো জোরে বৃষ্টি আবার কখনো ইচ্ছে করে আস্তে আস্তে বৃষ্টি হতে থাকে। বর্ষাকালের প্রকৃতিতে কদম ফুল দেখেই বোঝা যায় যে বর্ষাকাল এসে গেছে। অর্থাৎ বর্ষাকালের প্রধান ফুল হলো গ্রাম বাংলার কদম গাছে কদম ফুল ফোটা। গাছের কদম ফুল দেখে মুগ্ধ হবে না এমন মানুষ হয়তো এই জগতে পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রচুর পরিমাণে কদম গাছ দেখতে পাওয়া যায়।
আরে কদম গাছগুলোতে বর্ষাকালে ফুলে ময় হয়ে থাকে। কদমফুল দেখতে এতই সুন্দর এবং তার থেকে মিষ্টি গন্ধ বের হয়। এছাড়া বর্ষাকালে আরো বিভিন্ন ধরনের ফুল ফোটে যেমন দোপাটি ফুল বর্ষাকালে ফোটে এই ফুল অত্যন্ত সুন্দর দেখতে এবং অনেক রকমের রংয়ের বা কালারের হয়ে থাকে এই ফুল। দোপাটি ছাড়াও আরো রয়েছে বর্ষাকালে ফুটে থাকে। বর্ষাকালে আরো যে সকল ফুল ফোটে সেগুলি হল বকুল, স্পাইডার লিলি, দোলনচাঁপা, সুখদর্শন, ঘাসফুল, শাপলা, সন্ধ্যা মালতি, কামিনী, গুলনার্গিস, অলকানন্দ ফুল প্রভৃতি।
তাই এত ফুল যেহেতু বর্ষাকালে ফুটে থাকে তাই আমরা বর্ষার শুরু থেকেই একেবারে প্রকৃতি ফুলের গন্ধে মম করবে। এত ফুল যদি বর্ষায় একসাথে ফোটে তাহলে অবশ্যই এক অনন্য সাজে সজ্জিত হবে। এই অনন্য সাজে সজ্জিত হওয়ার কারণেই বর্ষার প্রকৃতি এত সুন্দর ভাবে দেখা যায়। তাই আপনারা যারা আজকে আমাদের এখানে দেখতে এসেছেন যে বর্ষার কোন কোন ফুলগুলি ফোটে সেই ফুলগুলির নাম জানার জন্য। আমরা ইতিমধ্যে আপনাদের জন্য বাসায় যে ফুলগুলো ফোটে সেগুলো মোটামুটি ভাবে বলে দেওয়া হয়েছে।
এছাড়া বর্ষাকালে আরো যে সকল ফুলগুলি ফুটে থাকে সেই ফুলগুলি সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিতভাবে নিচে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন বর্ষায় আর কোন কোন ফুলগুলি ফুটে থাকে। কোন কোন ফুল বাসার ফুটে থাকে সেটি নয় তার সঙ্গে কোন কোন ফুল ফুটে ফুটার নাম সহ আমরা আপনাদেরকে ছবিও দেখাবো। আপনারা দেখে নিতে পারবেন সেই ফুলের ছবি এবং নাম।
ফুল প্রকৃতিকে খুব ভালোভাবে সাজায় এবং ফুল যেহেতু পবিত্র তাই সকলের সুবিধা হতে পারে। আমাদের এমন কোন মানুষ নাই যে মানুষটি ফুলের সৌন্দর্যে ভালো বাসেনি বা ভালো লাগেনি। তাই যেকোনো কারোর ফুল দেখলে বা ফুলের ছবি দেখলে অথবা ফুলের গন্ধ নিলে তার মন ভালো না হয়ে যায় না। তাই আপনারা যদি আজকে আমাদের এখানে বিভিন্ন ধরনের বর্ষাকালে ফুলের ছবি দেখতে এসেছেন তা অবশ্যই এখন এখান থেকে দেখে নিবেন। যেহেতু বর্ষাকালে অনেক ধরনের ফুল ফুটে থাকে এবং এই সকল ফুলগুলির নাম কিছু কিছু জানা থাকলেও অনেক ফুল আছে যে গুলির নামও আমরা জানতে চাই না বা পাই না।
আমরা আমাদের এখান থেকে যে নামগুলি আপনারা দেখে নিতে পারলেন তা তো দেখলেন এছাড়াও নাম না জানা অনেক ফুল রয়েছে সেগুলোর কথাও আমরা আমাদের পরবর্তী অংশে অর্থাৎ নিজের অংশ তুলে ধরব। আপনারা তাহলে বর্ষাকালে ফোটা ফুলগুলোর ছবি এবং নাম নিচে থেকে দেখে নিতে পারবেন।
এ ধরনের যেকোনো তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের যদি সাথে থাকেন তাহলে সব ধরনের তথ্য আপনারা অত্যন্ত সহজেই পাবেন বলে আশা করি। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আমাদের পাশে থাকবেন বলে আমরাও অবিশ্বাস করি।
Leave a Reply