নাকেশ্বর ফুল হলো এক প্রকার সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ বৃক্ষ এর ফুল। এই নাট্যেশ্বর ফুল উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো Ochrocarpos longifolius এই উদ্ভিদটি Calophyllaceae পরিবার ভুক্ত বলে জানা যায়। এই উদ্ভিদটি সাধারণত ভারতের পশ্চিমঘাটে পাওয়া যায়। এই বৃক্ষটি এক ধরনের চির সবুজ বৃক্ষ হিসেবেই দেখা যায়। তবে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে এই গাছ সবচাইতে বেশি দেখা যায়।
এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পশ্চিমঘাট ও দক্ষিণ ভারতেও এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ এসব অঞ্চলে নাগেশ্বর ফুল গাছ খুব বেশি পরিমাণে জন্মে থাকে। তবে এখানে উল্লেখ থাকে যে, নাগেশ্বর, নাগকেশর, ও নাগলিঙ্গন তিনটি আলাদা আলাদা প্রজাতি অর্থাৎ ভিন্ন প্রজাতি বলেই খ্যাত। আজ আপনারা যারা আমাদের এখান থেকে নাকেশর ফুলের ছবি দেখতে এসেছেন আপনারা অবশ্যই ফুলের ছবি আপনাদের জন্য আমরা এখান থেকে অবশ্যই দিয়ে দেবো।
আমাদের এই বিশ্ব বৈচিত্র্যের মধ্যে অনেক কিছুই রয়েছে। পৃথিবী বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় পৃথিবীতে ফুলের গুরুত্ব অপরিসীম। কারণ হলো ফুল যদি না ফোটে তাহলে আমরা কখনোই এই পৃথিবীর সভ্যতা অর্থাৎ পৃথিবীর এই উদ্ভিদ এবং প্রাণিজগতের কিছুই খুঁজে পাওয়া যেত না। ফুল এর মাধ্যমে পরাগান ঘটে বংশবিস্তার ঘটে উদ্ভিদের। আর উদ্ভিদের যদি বংশবিস্তার না করতো তাহলে প্রাণীকুলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।
কারণ হলো প্রাণীকুল উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ যদি না জন্মায় তাহলে কখনোই প্রাণীরা বেঁচে থাকতে পারবে না। কারণ প্রতিটি প্রাণী পুরোপুরিভাবে উদ্ভিদের ওপর পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। কারণ উদ্ভিদ যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে খাদ্যশৃঙ্খলের উৎপাদকের ভূমিকা পালন করতে কে। সকল উদ্ভিদ প্রাণিজগতের খাদ্য শৃঙ্খলের উৎপাদকের ভূমিকা পালন করে থাকে।
আর উদ্ভিদকে পরবর্তী উদ্ভিদের রূপান্তরিত হতে হলে অবশ্যই ফুলের প্রয়োজন আছে। কারণ ফুল না হলে পরাগান ঘটবে না আর পরাগান না ঘটলে উদ্ভিদ নতুন ভাবে জন্মাতে পারবে না। ফুল ফল হবে না শস্য হবেনা এবং তৃণভোজী এবং শস্যভোজী সকল প্রাণী মারা যাবে। তাই দেখা যাচ্ছে যে পৃথিবীতে ফুলের গুরুত্ব অপরিসীম। কিছু অপুষ্পক উদ্ভিদ ছাড়া সকল উদ্ভিদের ফুল ফল হয়ে থাকে।
আমরা এখন নাগেশ্বর ফুল এর ছবি দেখব এতক্ষন পর্যন্ত আমরা মাকে উদ্ভিদের বৃত্তান্ত সম্পর্কে যথাযথভাবে আপনাদেরকে জানালাম। এখন আপনাদেরকে অবশ্যই লাগতেছে ফুল সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এই নার্গিসের ফুলের ছবি আপনাদেরকে দেখাবো। নাগেশ্বর ফুল সাধারণত ছোট গন্ধ যুক্ত ফুল। এই ফুল উভয় লিঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এক ফুলের মধ্যেই পুরুষ এবং স্ত্রী দুই রকমের রয়েছে। এই ফুলের ব্যাস এক সেন্টিমিটার হয়ে থাকে। ফুলের বহিচ্ছেদ চারটি এবং দুই সারিতে থাকে। বাপরে হলদেটে লাল হয়ে থাকে। পুংকেশর অনেকগুলো এবং সোনালী রঙের হয়।
গর্ভকেশরের মুণ্ডু ঢালের মতো। নাগেশ্বর গাছের ফল হয়ে থাকে। নাগেশ্বর এর ফল মোচাকৃতি। নাগকেশরের ফুল থেকে আঠা বের হয়। ফলে এক ধরনের বিষ থাকে এবং সেই বীজ একটি ফলে এক থেকে চারটি পর্যন্ত থাকতে পারে। বেশ দেখতে অনেকটা ধূসর রঙের। নাগ কেশর এর ফুল সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ফুটে থাকে। সেপ্টেম্বর মাসে এর ফল হয়। তাহলে আমরা এখন আমাদের এখান থেকে নাকেশর এর ফুলগুলো দেখব।
এবং এই ফুলগুলো থেকে যদি কোন ছবি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছবি বা তথ্য ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসে। আর তাই আমরাও চেষ্টা করে যাই আপনাদের সকল কিছু অর্থাৎ আপনাদের প্রতিদিনের প্রয়োজনে আসে এরকম ধরনের সকল তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার। কারণ আমরা জানি জীবনে চলার পথে বিভিন্ন ধরনের তথ্য ও প্রাপ্ত ছবি প্রয়োজন হতে পারে। তাই আপনারা এখন আমাদের এখান থেকে নাকেশার ফুলের ছবিগুলো দেখে নিতে থাকেন।
Leave a Reply