আপনি কি জানেন ইংরেজি তারিখ থেকে খুব সহজেই বাংলা তারিখ বের করা যায়? এর জন্য আপনাকে মাত্র একটি কোড মুখস্ত রাখতে হবে। তারপর নির্দিষ্ট ফর্মুলায় ফেলে হিসেব করলেই যে কোন দিনের বাংলা তারিখ বের করে ফেলতে পারবেন সহজে।
আজকের লেখায় আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করার জন্য বিস্তারিত আলোচনা করব।
বাংলা তারিখ বের করার কোড
বাংলা তারিখ বের করার কোডটি হল ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫
শুধুমাত্র এই কোডটি মুখস্থ করার মাধ্যমে আপনি যেকোন ইংরেজী তারিখে বাংলা তারিখ বের করতে পারবেন।
এটি কি কাজে লাগে?
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে বাংলা তারিখ বের করার বিষয়ে। বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থাকে।
এর দ্বারা পরীক্ষার্থীর দক্ষতা যাচাই করা হয়। আজকে আমরা শিখব কিভাবে কোডটি ব্যবহার করে আপনি বাংলা তারিখ বের করবেন।
কোডটি যেভাবে মুখস্ত রাখবেনঃ
এই কোডটি মুখস্ত রাখার সহজ উপায় হল ডিজিটাল ভাগ করে আত্মস্থ করা। ভেঙ্গে ভেঙ্গে মুখস্ত করেন এভাবে ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫
চার পাঁচ পাঁচ – ছয় ছয় ছয় ছয় – পাঁচ পাঁচ- চার তিন পাঁচ
আজকের বাংলা সাল/বছর বের করার কৌশল
বাংলা তারিখ বের করার জন্য প্রথমেই আপনাকে বাংলা সাল বের করে নিতে হবে। আপনারা জানেন বাংলা সাল শুরু হয়েছে ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে। সে হিসেবে আপনি ইংরেজি বছর থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা বছর পাবেন।
উদাহরণস্বরূপ বলা যায়, আজকে ইংরেজি ৫ আগস্ট ২০২০ তারিখ। সুতরাং ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সাল হবে ১৪২৭ বঙ্গাব্দ।
এবার আমরা নির্দিষ্ট তারিখ বের করার কৌশল নিয়ে আলোচনা করব।
বাংলা তারিখ বের করার কৌশল
আমাদের বিশ্বাস আপনি ইতিমধ্যেই এই কোডটি মুখস্ত করে ফেলেছেন। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে বাংলা তারিখের হিসাব করবেন।
বাংলা বছরের প্রথম দিন শুরু হয় পহেলা বৈশাখ মোতাবেক ১৪ ই এপ্রিল। সুতরাং সাধারণত প্রতিটি বাংলা মাস শুরু হয় ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে।
আমরা আগেই একটি কোড মুখস্ত করতে বলেছি। এবং কোডটি হলো ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।
এখানে প্রতিটি সংখ্যা ইংরেজি মাসের তারিখ নির্দেশ করে। এবং এই সংখ্যাগুলো দ্বারা বাংলার প্রতিটি মাসের প্রথম তারিখ বুঝায়।
আপনি সংখ্যাটি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে ১২ মাসের বারোটা সংখ্যা দেওয়া আছে।
চলুন উদাহরণস্বরূপ একটা হিসাব করে দেখা যাক।
আমরা এখানে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ বের করব। তিনি ইংরেজি ১৮৯৯ সালের ২৫ শে মে তারিখে জন্মগ্রহণ করেন। আমরা বাংলা দিনপঞ্জি মোতাবেক তার জন্ম তারিখ বের করব।
প্রথমেই ইংরেজি সাল হতে ৫৯৩ বিয়োগ করা যাক।
১৮৯৯-৫৯৩= ১৩০৬
এখানে ১৩০৬ বঙ্গাব্দ।
এবার বাংলা তারিখ বের করা যাক।
মে মাসের ২৫ তারিখ অর্থাৎ এটি ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫ কোডের ২য় মাস। অর্থাৎ জৈষ্ঠ মাস। এবং জৈষ্ঠ মাস শুরু হয়েছে মে মাসের 15 তারিখে। সুতরাং ২৫ শে মে জৈষ্ঠ্য মাসের ১১তম দিন।
সকল হিসাব করার পরে আমরা কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ পেলাম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬।
বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ
ইংরেজি জন্ম সাল থেকে বাংলা জন্ম সাল বের করার নিয়ম
পরীক্ষায় অনেক সময় কবি-সাহিত্যিকদের ইংরেজি জন্ম সাল থেকে বাংলা জন্ম সাল বের করার সমস্যা দেওয়া হয়ে থাকে।
কিছুই বুঝলাম না😕😕
It’s really Helpful For Us
তারিখ টা বের করার নিওম টা ভালো করে বুজিয়ে দিবেন ভাইয়া
তারিখ বুজলাম।।।।
মাস কিভাবে বুজিনি